চাকরি শব্দের উৎপত্তি হয়েছে চাকর থেকে। চাকর তুর্কী শব্দ, এর মানে হল দাসত্ব ।
আর অন্যের গোলামি করায় সম্মানের কিছু নেই ।
আর চাকরি করাতেও যদি সম্মান অর্জন হয় বা চাকরি করা যদি অসম্মানের কিছু না থাকে,
তাহলে অন্য কোন কাজেও অসম্মান নেই ।
২/৩ বছর ধরে চাকরি খোঁজার পাশাপাশি অন্য কিছুও চেষ্টা করা উচিত।
আর চাকরি করাতেও যদি সম্মান অর্জন হয় বা চাকরি করা যদি অসম্মানের কিছু না থাকে,
তাহলে অন্য কোন কাজেও অসম্মান নেই ।
২/৩ বছর ধরে চাকরি খোঁজার পাশাপাশি অন্য কিছুও চেষ্টা করা উচিত।
ইলেক্ট্রিশিয়ান হই, গাড়ির মেকানিক হই, বাসের লাইট মেরামত কর্মী হই, চায়ের দোকান দেই, জুতা বানানো শিখি ইত্যাদি।
কাজকে অসম্মান করা উচিত নয় । যারা সেই কাজ করে তাদেরকেও অসম্মান করা উচিত নয়।
রিকশাওয়ালাকে তুই তোকারি না করি।
ওয়টারকে ধমক দিয়ে অর্ডার না করি।
ক্লিনারদের সাথে অভদ্র ব্যবহার না করি।
মাস্টার্স পাশ করে রিকশা চলাতেও দেখেছি, চায়ের দোকান দিতে দেখেছি, ঝালমুড়ি বানাতে দেখেছি।
দিন শেষে পরিবারের সবার পেটের যোগান দেয়াটাই মুখ্য। বাকি সব কিছু গৌণ।
কাজকে অসম্মান করা উচিত নয় । যারা সেই কাজ করে তাদেরকেও অসম্মান করা উচিত নয়।
রিকশাওয়ালাকে তুই তোকারি না করি।
ওয়টারকে ধমক দিয়ে অর্ডার না করি।
ক্লিনারদের সাথে অভদ্র ব্যবহার না করি।
মাস্টার্স পাশ করে রিকশা চলাতেও দেখেছি, চায়ের দোকান দিতে দেখেছি, ঝালমুড়ি বানাতে দেখেছি।
দিন শেষে পরিবারের সবার পেটের যোগান দেয়াটাই মুখ্য। বাকি সব কিছু গৌণ।
No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box.