মোটিভেশনাল
আমরাই প্রায়ই মোটিভেশনাল স্টোরি শুনি। অনেক বক্তার কথায় হারিয়ে যাই।
নিজের ভিতরেই একটা অদৃশ্য শক্তি অনুভব করি।আসলে প্রতিটা মোটিভেশনাল স্টোরি হচ্ছে কোন একজন মানুষ যিনি এক্সট্রিম কোন বাজে অবস্থা থেকে নিজেকে টেনে এনেছেন উচ্চতার শিখড়ে ।
আমরা মানুষেরা সব সময়ই না পাওয়ার দুঃখে ভুগি ।
যতক্ষন পর্যন্ত আপনার অভাব থাকবে ততক্ষন আপনার মোটিভেশন এর দরকার পরবে।
কিছু পাওয়ার ইচ্ছা ,কিছু হওয়ার ইচ্ছা , নিজের অবস্থা থেকে তৈরি হওয়া হতাশা সবার মাঝেই কাজ করে। আমাদের সে আবেগ গুলো আমাদের উপর এতই প্রভাব বিস্তার করতে থাকে যে চাইলেই আমরা বের হয়ে আসতে পারিনা।
একটা সময় মনে হতে থাকে আসলে আমার দ্বারা হয়তো কিছুই সম্ভব না।
আমি হয়তো পারবোনা। আমাকে দিয়ে হবেনা।
আপনি দেখবেন আপনার চেয়েও লুজার কেউ এমন কিছু করে ফেলেছে যা এখন আপনার কাছে স্বপ্ন। তখন আপনি প্রেরনা পাবেন।
মোটিভেশনাল স্পিকারের কথায় , ভিডিওতে , লেখাতে কোন মোটিভেশান নেই ।
আপনার মোটিভেশান আপনার নিজের ভিতর । আপনাকে নিজেকেই তৈরি করে নিতে হবে বা খুজে নিতে হবে।
এক্ষেত্রে সেই স্পিচ, লেখা এবং কথা গুলো আপনার মোটেভেটিং পরিবেশের একটা অংশ হবে।
কিন্তু সে লেখা বা ভিডিও আপনার মোটিভেশনের উৎস নয়।
যখন ভিডিও দেখবেন বা স্টোরি শুনবেন তখন হয়তো মোটিভেটেড ফিল করবেন।
ভিডিও শেষ মোটিভেশানও শেষ হয়ে যাবে।
কিন্তু মোটিভেশান যদি আপনার ভিতরে তৈরি হয় তবে সেটা আপনি যতদিন পৃথিবীতে থাকবেন ততদিনই আপনাকে মোটিভেট করবে।
হয়তো একসময় আপনাকে দেখেও কেউ তার মাঝে মোটিভেশান তৈরি করবে।
No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box.