দৃষ্টি চলে যায় মোর দূর নীলিমায়,
মহিমা মিতালি কোথায় হেঁটে যায় ?
স্নিগ্ধ শিশির ভেজা তার মেঠো পায়;
মিতালি এদিক-ওদিক ফিরে চায় ।
চলতি পথে মিতালি কী যেন গায়,
গুন গুনিয়ে তার অনবদ্য সুর গীতালি !
সকালের শিশির বিন্দু ঝরার সাথে,
অপূর্ব অবাক করা তার মিতালী ।
No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box.