শূন্য হৃদয়ে তোমায় খুঁজি ,
জলছাপে তোমায় আঁকি...
মরীচিকা তুমি পাইনা খুঁজি -
ধরা দিয়েও, না ধরা তুমি ।।
লুকোচুরি মায়ায় —
জড়িয়ে রাখি ভীষণ রকম,
আবছায়া জানালায়
আটকে থাকি অন্যরকম ।।
এক টুকরো সুখ চাই__
বিনি সুতোর টানে,
তোমার আমার মিষ্টি গল্প ;
মান আর অভিমানে ।।
No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box.