আবুল খায়ের গ্রুপ Ābul khāẏēr grup
টাটা আম্বানির প্রশংসা তো অনেক হলো...
নিজের দেশের প্রশংসা করাটাও জরুরি...
আবুল খায়ের গ্রুপ দেশের ক্রান্তিলগ্নে এগিয়ে এসেছে প্রথম কোন শিল্পগোষ্ঠী হিসাবে ।
রড উৎপাদনে অক্সিজেন লাগে । আবুল খায়ের স্টিল (একেএস টিএমটি বার) প্ল্যান্টে রয়েছে বিশাল অক্সিজেন প্ল্যান্ট যা ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন সাপ্লাই করতে পারত ।
গত বছরই এই প্ল্যান্ট মেডিকেল অক্সিজেনের জন্য উপযোগী করে উন্মুক্ত করে দেয়া হয় । নিজেদের গাড়িতে করেই হাসপাতালে হাসপাতালে পৌছে দেয়া হয়েছে,
আবার শুরু হয়েছে একই কার্যক্রম ।
ব্যক্তিগতভাবেও যে কেউ সিলিন্ডার রিফিল করতে চাইলে বিনামুল্যে করে দেয়া হয় । আর হাসপাতালে সিলিন্ডার লাগলে তাও সরবরাহ করা হয় বিনামূল্যে ।
ফ্যাক্টরি চট্টগ্রামে হলেও তা ঢাকা সহ অন্যান্য জেলার হাসপাতালেও সরবরাহ করা হচ্ছে ।
ভারত থেকে যেই ৫০ টন অক্সিজেন আসতো,
সেই ঘাটতি তারা পূরণ করবে ।
আমাদের প্রতিদিনের চাহিদা ২০০ টন ।
তাদের উৎপাদন ক্ষমতা ২৬০ টন ।
প্রয়োজনে তারা কারখানা বন্ধ রেখে অক্সিজেন সাপ্লাই দিবে দেশে ।
স্যালুট জানাই আপনাদের ।
টাটা আম্বানির প্রশংসা তো অনেক হলো...
নিজের দেশের প্রশংসা করাটাও জরুরি...
আবুল খায়ের গ্রুপ দেশের ক্রান্তিলগ্নে এগিয়ে এসেছে প্রথম কোন শিল্পগোষ্ঠী হিসাবে ।
রড উৎপাদনে অক্সিজেন লাগে । আবুল খায়ের স্টিল (একেএস টিএমটি বার) প্ল্যান্টে রয়েছে বিশাল অক্সিজেন প্ল্যান্ট যা ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন সাপ্লাই করতে পারত ।
গত বছরই এই প্ল্যান্ট মেডিকেল অক্সিজেনের জন্য উপযোগী করে উন্মুক্ত করে দেয়া হয় । নিজেদের গাড়িতে করেই হাসপাতালে হাসপাতালে পৌছে দেয়া হয়েছে,
আবার শুরু হয়েছে একই কার্যক্রম ।
ব্যক্তিগতভাবেও যে কেউ সিলিন্ডার রিফিল করতে চাইলে বিনামুল্যে করে দেয়া হয় । আর হাসপাতালে সিলিন্ডার লাগলে তাও সরবরাহ করা হয় বিনামূল্যে ।
ফ্যাক্টরি চট্টগ্রামে হলেও তা ঢাকা সহ অন্যান্য জেলার হাসপাতালেও সরবরাহ করা হচ্ছে ।
ভারত থেকে যেই ৫০ টন অক্সিজেন আসতো,
সেই ঘাটতি তারা পূরণ করবে ।
আমাদের প্রতিদিনের চাহিদা ২০০ টন ।
তাদের উৎপাদন ক্ষমতা ২৬০ টন ।
প্রয়োজনে তারা কারখানা বন্ধ রেখে অক্সিজেন সাপ্লাই দিবে দেশে ।
স্যালুট জানাই আপনাদের ।
No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box.