এইতো ছিলো একমুঠো নীল
দূরের আকাশ ছুঁয়ে,
এইতো সেদিন কাঠচাাঁপা ফুল
ছড়িয়ে ছিলো ভুঁয়ে ।
অলস দুপুর ঘুম-ঘুম চোখ
সময় যেতো বয়ে,
ভালোবাসায় গভীর ব্যথা
যেতেই যে হয় সয়ে ।
স্মৃতির পাতা খুলবো না আর
আলো - আঁধার ছায়া,
কি জানি কি হারিয়ে যাবে
বৃথাই জমে মায়া !
No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box.