Golpo Kotha Live

Aug 16, 2020

চাই একটু.... ভালোবাসা

পাঁচ জন যুবক পাঁচ মিনিটের মধ্যে একত্রিত হয়
অন্যরকম ভালোবাসার গল্প for Android - APK Download 

”৪৯ বছর” ”৪৯ বছর পার হয়েগেছে বন্ধু আমাদের দেশ স্বাধীন হয়েছে... আমরা প্রায় ভূলতেই বসেছি !!! এই ”৪৯ বছর” তার আগে লরাই করেছিল পাকিস্থানী হানাদার বাহিনীদের সাথে হাজার-হাজার, লক্ষ-লক্ষ তরুন তাজা জীবন দিয়েছিল,... এনে দিয়েছিল আমাদের স্বপ্নের স্বাধীনতা । হাজার-হাজার, লক্ষ-লক্ষ তরুন তরতাজা প্রান, অসংখ্য যুব শক্তি.....! সেই যুব শক্তি আজকের মদে ডুবে যাচ্ছে,,, নেশায় ডুবে যাচ্ছে,, হানা-হানি, মারা-মারি লেগে যাচ্ছে। এ কোন বাংলাদেশ বন্ধু...!!! বাংলাদেশের বুকে আজ আর ভালোবাসা নেই । ভালোবাসা হারিয়ে গেছে..। বাংলাদেশের প্রত্যাকটি মানুষের বিবেক আজ পগল, পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে রাস্তায় রাস্তায়। অসংখ্য, অসংখ্য তার উধাহারন আমরা দেখতে পাই রাস্তায়...। বাংলাদেশের ঘরের বোন “লজ্জা” মিডিয়া, পত্র-পত্রিকায় চোখ রাখলেই দেখতে পাই ধর্ষন করা হচ্ছে, লজ্জা হানী করা হচ্ছে। আর “লজ্জা”রা বিষ খেয়ে আত্নহত্যা করছে অথবা ধর্ষকেরা খুন করছে...। বাংলাদেশের বিভিন্ন রাস্তায়, বিভিন্ন ষ্টেশনে ছতরছিন্ন সাদা শাড়ি পড়ে
৬০ থেকে ৭০ বছরের বৃদ্ধা থালা হাতে নিয়ে ভিক্ষা করে বেড়ায় । এই বাংলাদেশের স্বপ্ন দেখেননি আমাদের সেই সমস্ত যুব শক্তি
যারা পাক হানাদারের বুলেট নিয়েছিলেন বুকে ,
ধর্ষিত হয়েছিলেন মা- বোনেরা..। এই ”৪৯ বছর” পরে বাংলাদেশের বুকে আজ শুধু হানা-হানী, ধংস, মারা-মারি ছাড়া কিছুই নেই বন্ধু...!! তাই চাই একটু.... ভালোবাসা । পাঁচ জন যুবক পাঁচ মিনিটের মধ্যে একত্রিত হয়- মদ, ইয়াবা, হেরোইন, গাঁজা খাওয়ার জন্য, মানি ব্যাগ থেকে টাকা বেরোয় মদ, ইয়াবা, হেরোইন, গাঁজা কেনা হয় তারপর আসর বসে..!! পাঁচ জন যুবক পাঁচ মিনিটের মধ্যে একত্রিত হয়- কাউকে মারতে যাওয়ার জন্য, ছুরি, চাকু , বোমা, পিস্তল নিয়ে। পাঁচ জন যুবকে এক মাস ধরে চেষ্টা করেও খুজে পাওয়া যায়না যে, চল এলাকায় খুযে দেখব, কোন বৃদ্ধ-বৃদ্ধা টাকার অভাবে খেতে পাচ্ছেনা, ঘরে একটু ওষুধ নেই পথ্য নেই । ৫টাকা ১০টাকা করে চাঁদা তুলে সেই বৃদ্ধ-বৃদ্ধার বাড়িতে একটু ওষুধ একটু পথ্য পৌছেদেব ..!! পাঁচ জন যুবকে এক সাথে করা যায় না ! চাই একটু.... ভালোবাসা । ভালোবাসা ফুলের মত, ভালোবাসা শিশুর মত, ভালোবাসা বেঁচে থাকে, ভালোবাসা চিরন্তন...। ভালোবাসা-ই একমাত্র গড়তে পারে....! হিংসা- লোভ কখনও গড়তে পারনি, গড়তে পারবে না ....। যুদ্ধের ফলে কোন কিছু পারা যায়নি ,
একমাত্র পেরেছে ভালোবাসা ..। তাই পৃথিবীতে চিরন্তন থেকে ভালোবাসো..
একটু ভালোবাসো বন্ধু । পাশের বাড়ির মানুষটা যদি বিপদে পরে তার রং না দেখে , শত্রুতা না করে , আগে তাকে বিপদ থেকে উদ্ধার করো ...!!! আল্লাহ না করুন.... তুমি যদি কোন দিন বিপদে পরো সেই মানুষটি ঝাপিয়ে আসবে.... আর এ ভাবেই ভালোবাসার শৃংখল তৈরি হয় তাই তো চাই একটু.... ভালোবাসা ...!!!!

Coming Soon With Video

No comments:

Post a Comment

Please do not any spam in the comments Box.

Please Subscribe For My YouTube

গল্প কথা


আজকের শিশু আগামি দিনের ভবিস্যৎ.........









Contact Us

Name

Email *

Message *