কিছু কিছু সেলস ম্যান আছে ঘুমের ঘরেও (স্বপ্ন) সেলস নিয়ে কাজ করে ।পারিবারিক আচার অনুষ্ঠানেও অংশগ্রহণ করতে পারে না ।সামাজিক জীব হিসেবে সামাজে কিছু দায়িত্ব কর্তব্য থাকে তাই পালন করতে পারে না ।যেনারা সেলস এর পেশায় থাকেন । মাঝে মাঝে মনে হয় আমি যেন সামাজিক জীব নই। একটি যান্ত্রিক জীবন যাপন করছি.।
মার্কেট যাওয়ার সময় রাস্তাঘাটে কতো কিছুই চোখে পড়ে বাবা মার সাথে ছেলে মেয়ে মার্কেট করছে।
কেউ বাচ্চা কে স্কুলে নিয়ে যাচ্ছে ।আবার কেউ বউকে বাইকের পিছনে বসিয়ে পার্কে সিনেমায় যাচ্ছে।ইত্যাদি ইত্যাদি দেখে নিজের পরিবারের কথা মনে পড়ে তখন চোখের কোনায় একটু জল অনায়াসে নির্গত হয়।আঙ্গুল দিয়ে জল মুছে একটা দীর্ঘনিঃশ্বাস ফেলে আবার কাজ করতে শুরু করে সেলস ম্যান ।
এতো কিছু ত্যাগ এবং স্বার্থ জলাঞ্জলি দিয়ে যে সেলস ম্যান কোম্পানির টার্গেট পূরনের জন্য কাজ করে ।
এই সমস্ত মহান সেলস ম্যানদের ভবিষ্যৎ বলে কিছুই নেই। নেই কোন চাকুরী নিশ্চয়তা ।
ভবিষ্যৎ তহবিল নেই।ছুটি নেই,পরিক্ষা দেওয়ার সুযোগ নেই।জীবনে নিরাপত্তা, সহ ডিউটি অবস্থায় এক্সিডেন্ট কিংবা মৃত্যু বরণ করলেও মৃতের পরিবারের জন্য নেই কোন আর্থিক সহযোগিতা ।
দোয়া আর ভালোবাসা রইলো সকল সেলস ম্যানদের জন্যে ।
No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box.