Golpo Kotha Live

Sep 3, 2020

Humayra's Parlar

আমি হুমায়রা বিনতে রানা 
আজ তোমাদের মাঝে উপস্থিত হয়েছি ”Humayra's Parlar “ নিয়ে...

মা মনি ব্যস্ত আছেন !! এই তো সুযোগ ! 
চটপট আয়নার সামনে দাঁড়িয়ে মুখভর্তি একগাদা লিপস্টিক মেখে নিলাম 
আর ঠোঁটের বাইরে ছড়িয়ে গেল !!

এই রে, সেরেছে ! মা মনি তো চোখ বড় করে পেছনেই দাঁড়িয়ে ,,,,,,!!!.
তাই মা মনি-ই শুরু করল (”Humayra's Parlar”) শিশু মানেই সুন্দর । 
কোনো সাজ ছাড়াই তাদের দেখতে পরীর মতন লাগে । 
শিশুদের মাঝে এক অদ্ভুত খেয়াল দেখা যায় বড়দের মতো করে সাজার প্রতি। মায়ের মতো সেজে আয়নার সামনে দাঁড়ানোর স্মৃতি নেই এমন শিশু খুঁজে পাওয়া মুশকিল । 
মায়ের ওড়না পেঁচিয়ে শাড়ি বানিয়ে নেওয়া, মায়ের জুতোতে পা গলিয়ে হাঁটার চেষ্টা করা 
শিশুদের নিত্যদিনের শখ । আর উৎসব এলে তো কথা-ই নেই ।

তখন শিশুর সাজের অনুষঙ্গ নিয়ে বায়না এড়ানো মুশকিল হয়ে যায় ।





No comments:

Post a Comment

Please do not any spam in the comments Box.

Please Subscribe For My YouTube

গল্প কথা


আজকের শিশু আগামি দিনের ভবিস্যৎ.........









Contact Us

Name

Email *

Message *