Golpo Kotha Live

Dec 1, 2020

যেতে চাই


যেতে চাই

আমি ফিরে যেতে চাই সেই দিন গুলিতে,
যে দিন কুঁড়ি শিখেছিল প্রথম পাপড়ি মেলিতে ।

রোদ বৃষ্টি ঝড়ের তোয়াক্কা না করে ,
কলকল করে ছুটে যেতাম বিদ্যার তরে।

জানতাম না ভয় বলে কাকে ?
চিনতাম না পরীক্ষা নামক যমরাজ কে!

আমি ফিরে যেতে চাই সেই দিন গুলিতে,
হিংসা নয়, আড়ি-ভাব নিয়ে ছিলাম যখন মেতে।

হঠাৎ আসে কোনো নির্মম ঝড়,
ভেঙ্গে দেয় কত পাখির সাজানো ঘর।

চাই আমি চাই, সেদিন কাছে পেতে ,
অন্তরের কান্না যে আর পারিনা চেপে যেতে ।

আমি ফিরে যেতে চাই সেই দিন গুলিতে,
চাই কুঁড়ি হয়ে আবার, নতুন ভাবে জন্ম নিতে।




6 comments:

  1. লেখার ভেতর কবিতার ছন্দ ছিল। এককথায় অমায়িক।

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ
      আশা রাখছি আমার ব্লগের সাথেই থাকবেন

      Delete
  2. লেখার ভেতর কবিতার ছন্দ ছিল। এককথায় অমায়িক।

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ
      আশা রাখছি আমার ব্লগের সাথেই থাকবেন

      Delete
  3. লেখার ভেতর কবিতার ছন্দ ছিল। এককথায় অমায়িক।

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ
      আশা রাখছি আমার ব্লগের সাথেই থাকবেন। আর ভাল লাগলে শেয়ার করবেন

      Delete

Please do not any spam in the comments Box.

Please Subscribe For My YouTube

গল্প কথা


আজকের শিশু আগামি দিনের ভবিস্যৎ.........









Contact Us

Name

Email *

Message *