বাঁধলে যে সুর তারায় তারায়:
দেবতার পূজার তন্ত্র-মন্ত্র, আচার-বিধি কিছু জানা নেই ! শেখাই হয়নি -- তাই আমার দেবতাও একেবারে মুক্ত। মন্দিরে নয়, একেবারে বুকের কাছের জন হয়েই রয় চিরকাল। সাঁজ-সকালে, রাত্রিবেলায় খুব সহজেই তার কাছে আনাগোনা। তারই সাথে প্রাণের যত লেনাদেনা। শুচি- অশুচির কোন নিয়ম নেই সেথায়, নেই শুদ্ধ-অশুদ্ধের বিচার। দুর্বোধ্য মন্ত্র নয়, ভালোবাসার সহজ নিবেদনেই তার পূজা। জন্ম-জন্মান্তরের সেই আরাধনা ... অভিষেক প্রেমের !!! নিজে ধরা দেবেন তাই মন্দিরের সোনার বেদি ছেড়ে নেমে আসেন মাটির দাওয়ায়। জাকজমকের ঝাঁড়বাতি নয়, মাটির প্রদীপের আলোয় বড় কাছের আমার দেবতা।
আপনি জাগ্রত হন, বোধন হয় তখনই ... সাথে আমারও !!
No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box.