শাড়িতে নারী
নারী বিষয়ে বাংলা কবিতার ভিত্তি তৈরি হয়েছিলো রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় এবং আজও আমাদের মন সেখানেই আটকে আছে,,,।জিনস-টপে যতই হোক না আধুনিকা ,,,
সত্যি কথা বলতে একজন মেয়েকে শাড়িতে যতটা সুন্দরী লাগে,,,
হয়তো অন্য পোশাকে ততটা লাগে না,,,।
সত্যি কথা বলতে একজন মেয়েকে শাড়িতে যতটা সুন্দরী লাগে,,,
হয়তো অন্য পোশাকে ততটা লাগে না,,,।
বাঙালি সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে শাড়ি,,,।
সেই শাড়ি বাঙালি নারীর সৌন্দর্য ফুটিয়ে তোলে চমৎকার ভাবে,,,।
সেই শাড়ি বাঙালি নারীর সৌন্দর্য ফুটিয়ে তোলে চমৎকার ভাবে,,,।
শাড়ি আর নারী,,,! একে অপরকে ছাড়া যেন অসম্পূর্ণ,,,।
যতই মর্ডান ফ্যাশন থাকুক না কেন,,,
শাড়িতে যে নারী অপরূপ সুন্দরী তা বলার অপেক্ষা রাখে না,,,।
বাঙালি নারীর সত্তার সাথে মিশে রয়েছে শাড়ি,,,।
সহজ কথায় বলতে গেলে ,,,শাড়ি হলো বাঙালী নারীদের ঐতিয্য ,,,l
শাড়ি পড়লে একটা নারীর মধ্যে মায়া মমতা এবং শালীনতা বৃদ্ধি পায়,,, l
শাড়িতেই সুন্দর,,, শাড়িতেই পরিপূর্ণ বাংলার নারী,,,।
,
,
,
শুধু তা ই নয় ,,,
বিয়ের পর শাড়ি না পড়া পর্যন্ত প্রকৃত অর্থে বউ ই মনে হয়না,,, !!
No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box.