বাহানা
তেমন একটা রাস্তা আমার চেনা
তেমন একটা শীত আবার গেছে এসে,
তোমায় আমি বললে চিনবে না-
থেকো কোনও সন্ধ্যে-তে কাছ ঘেঁষে।
হাঁটতে চাইলে কুয়াশা মেখে গায়ে
বোবা চোখে একসাথে পায়ে পায়ে;
এটুকুন আমার পাওনা,আমার দাবি..
আঙুল ছোঁয়ার দুটো বাহানা খুঁজে নিও,
আমায় একটা অবসর তোমার দিও।
No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box.