একবার ভেবে দেখুন তো-এই জীবনে চলার পথে জানা-অজানা কতজন মানুষের সাথে আপনার দেখা হয়েছে?কতজন মানুষকে আপনি মনে রেখেছেন, বলতে পারবেন?আচ্ছা, বলুনতো কতজন মানুষ আপনাকে মনে রেখেছেন?মনে রাখার মতো এমন বিশেষ কোন কিছু করেছেন কি?
একবার ভাবুন তো-মানুষ আমাদের কেন মনে রাখে?আসলে মানুষ আমাদের এমনি-এমনি মনে রাখে না। আমরাও অন্য মানুষকে এমনি-এমনি মনে রাখি না।কিছু ঘটনা-দূর্ঘটনা, মনে রাখার মতো বিশেষত্ব কিছু বা আমাদের সংঘটিত ভালো বা খারাপ কাজের জন্য মানুষ আমাদের মনে রাখে।আমরাও সেজন্য কাউকে মনে রাখি।
হ্যাঁ, আপনার চমৎকার ব্যক্তিত্ব, ইতিবাচক কাজ, মনে রাখার মতো একটি হাসি কিংবা হতে পারে ব্যতিক্রমী ভালো একটি কাজ বা ব্যবহার আপনাকে একজন মানুষের হৃদয়ে আজীবন বাঁচিয়ে রাখতে পারে।
পক্ষান্তরে আপনার খারাপ ব্যক্তিত্ব, নেতিবাচক কাজ এবং দূর্ব্যবহারের মাধ্যমেও আপনি মানুষের হৃদয়ে বেঁচে থাকতে পারেন।তবে সেটি নেতিবাচক চরিত্র হয়ে।
মানবজীবনের সার্থকতা হলো-ইতিবাচক ও সৎকর্মের মধ্য দিয়ে মৃত্যূর পরও মানুষের হৃদয়ে ও পৃথিবীতে অমর হয়ে বেঁচে থাকা।
আপনি ভালো না খারাপ চরিত্রের মানুষ হিসাবে পৃথিবীতে বেঁচে থাকতে চান, সে সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। নিজেকে প্রশ্ন করুন-আপনার কাজকে আপনি নিজেই শ্রদ্ধা করেন কি না?আপনি যে ব্যবহার অন্যের সাথে করেন, সেটি কেউ আপনার সাথে করলে আপনার নিজের কাছে কেমন লাগবে?
নিজেকে পরিবর্তন করুন।ধীরে ধীরে নিজের সৎ ব্যক্তিত্বের উন্নয়ন ঘটান।একজন ভালো মানুষ হওয়ার জন্য সেটাই সবচেয়ে বেশি জরুরী।
No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box.