তুমি সুন্দর
তুমি সুন্দর, তাই চেয়ে থাকি, প্রিয়..
এমন টা নয় !
তুমি সুন্দর বা অসুন্দর-
তোমায় ভালো লাগে, তোমায় ভালোবাসি,
তাই চেয়ে থাকি..
তোমায় চাইতে বারণ মানছি,
চাইতে পারি না বলেই হয়তো এমন চেয়ে থাকি......।
দৃশ্যমান চোখে...
অদৃশ্য দেখি,
হায় !
তোমার দিকে চেয়ে থাকতে পারা আমার কয়েক জনমের পূণ্যফল !
No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box.