তোমায় খুজি Looking for you
কোন সে নদীর তীরে-
কে ডাকে আমায় ! কে তোমায় চিনে ?
তোমায় খুঁজে আমি হয়েছি নিখোঁজ ;
তোমার তরে কে নেয় এতো খোঁজ ?
কোন সে ফুলের গন্ধ ভাসে ?
কোন সে নদীর মাঝি হাসে ?
কে ডাকে আমায় তোমার তরে ?
নিখোঁজ হয়ে তোমায় খুঁজি,
রাত বেরাতে হেটে চলি !
কোন সে শহরে পাবো তোমায়..
কোন গলিতে আছো তুমি...??
No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box.