Golpo Kotha Live

Feb 19, 2021

মন ভাঙে অবিরত The mind continues to break

মন ভাঙে অবিরত- The mind continues to break

মন ভাঙে অবিরত- The mind continues to break

তীর্থের কাকের মতাে বসে থাকি-
মুঠাে ফােনটা কখন, আড়মােড়া -
ভেঙে জেগে ওঠে !

অভিমানির অভিমান-
এ জীবনে বুঝি আর ভাঙবেনা !

তীর্থের পানে চেয়ে ভুষণ্ডির কাকটা !

ঝাপসা চােখে নীলিমার নীল
কৃষ্ণ-বিবরের মতাে ঠেকে।
মেঘের কােলে চাঁদ টা__
খণ্ড খণ্ড...


ঢেউয়ের পরে ঢেউ -
মন ভাঙে অবিরত...

No comments:

Post a Comment

Please do not any spam in the comments Box.

Please Subscribe For My YouTube

গল্প কথা


আজকের শিশু আগামি দিনের ভবিস্যৎ.........









Contact Us

Name

Email *

Message *