কাঁন্নার মাঝেও সুখ লুকানো Happiness is hidden in tears
কাঁদছে মানেই দুঃখি মানুষ
এমন ভাবার কারন নাই......
কাঁন্নার মাঝেও সুখ লুকানো
বোঝার মত অন্তর চাই ।
কাছে থাকলেই আপন হতে
পারে কি সবাই ?
আপন জনের বুকের মধ্যে
আগলে রাখার আকাশ চাই.....
লোক দেখানো ভালোবাসায়
অন্তর নেই, অর্থ আছে...
পবিত্র প্রেম স্বার্থ বোঝেনা
প্রাণ সঁপে দেয় ভালোবাসার কাছে ।
No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box.