আমার সাথে পথ ছিলো-
তোমার ভয়ের হাত ছিলো;
মাঝরাস্তায় রোদ ছিলো !
মন আমাদের পুড়ছিলো…
সকাল গুলো ক্লান্ত ছিলো,
বিকেল জুড়ে ডুবসাতাঁর !
সন্ধ্যা গুলো অলস পায়ে-
অপেক্ষাতে রাত নামার…
এমন অনেক দিন ছিলো !
ভাবনারা অস্থির ছিলো...
তোমার আমার হৃদয় জুড়ে,
একটা সময় ধুঁক ছিলো...
No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box.