প্রেমও ঠিক এমন হয়
সব শব্দ সভ্য নয়-
অথবা কবি'র ও আছে ভয়,
চয়ন করেন সাবধানে ।
প্রেমও ঠিক এমন হয়-
অথবা ঠিক প্রেমও নয়,
মাড়িয়ে যাও আনমনে ।
তুমিও কিন্তু অতি ভীরু..
লুকিয়ে রাখো আস্ত মরু,
আজো কি কেউ জানে ?
দাফন যখন বুকের জমিন,
কারো মুখ চেপে বুকে-
কারো বুকে মাথা রেখে,
আপন গোপন প্রহসনে ।
No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box.