Golpo Kotha Live

May 28, 2021

ক্ষুধা Hunger-পার্থিব সিংহ

ক্ষুধা Hunger  
ক্ষুধা Hunger - পার্থিব সিংহ


ক্ষুধা Hunger

ক্ষুধা
পার্থিব সিংহ

চারি দিকে দেখি কত অট্টালিকার সারি,
সারি সারি দাঁড়িয়ে আছে গগণ চুম্বী বাড়ি৷

বাড়ি গুলো সব নয়তো বড়, ডিজাইনে মোড়া,
বাড়ি মালিকের হৃদয় কিন্তু অহঙ্কারে ভরা

অংঙ্কার তো হবেই , তাদের এতো সুন্দর বাড়ি,
বাড়িতে আছে চাকর বাকর নামী দামী গাড়ি।

রাধুনীতে রান্না করেন হরেক রকম খাবার,
দামী শাড়ী কোট প্যান্ট, বাবুর ঘরে সবার ৷

রাধুনী আর ড্রাইভার ছাড়াও আছে অনেক চাকর,
কে আর রাখে সেই সব হত ভাগাদের খবর !

খাবার টেবিলে বাবুর ঘরে খাবার নষ্ট হয়,
শিক্ষিত বাবুরা দেখান, নৈতিক অবক্ষয় ৷

শিক্ষিত হয়ে খুঁজি আমরা একটা কোনো কাজ,
বেকার যুবক, দেয় না গুরুত্ব, গর্বীত সমাজ ৷

সমাজকে দোষ দেবো কেন, আমরাই অপরাধী,
মোদের মনেই রয়েছে জমা, অর্থ লোভের ব্যধী৷

কাল ছিল যে বেকার যুবক, আজ মস্ত অফিসার,
বিশাল বাড়ি, গাড়িও আছে দেখান অহঙ্কার ৷

ফুটপাতে তে বসে জননী, কাঁদে কোলে শিশু,
মাদার মেরীর কোলে যেন, অসহায় এক যীশু ৷

ডাস্টবিনে কুকুরের সাথে মানুষ খাবার খায়,
দেখে চোখে জল আসলেও, করার কিছু নাই

প্রতি দেশেই দেখতে পাবে একই রকম চিত্র,
ক্ষুধায় মরে কত মানুষ , প্রাচুয্যে দুর্বৃত্ত

দুরিদ্র তহবিল 👉 ক্লিক

ক্ষুধা Hunger - পার্থিব সিংহ

দুরিদ্র তহবিল 👉 ক্লিক

No comments:

Post a Comment

Please do not any spam in the comments Box.

Please Subscribe For My YouTube

গল্প কথা


আজকের শিশু আগামি দিনের ভবিস্যৎ.........









Contact Us

Name

Email *

Message *