রতন টাটাকে জার্মানির এক রেস্তোরাঁয়
খাবার নষ্টের অপরাধে ৫০ ইউরো জরিমানা করা হয় ।
এই সামান্য অর্থ তাঁর জন্য বড় কোনো বিষয় ছিল না,
তবে সেদিন রেস্তোরাঁয় গিয়ে তিনি যা শিখেছেন,
তিনি তা সত্যিই অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করেন ।
তিনি লিখেন—
“একবার সহকর্মীকে নিয়ে হামবুর্গে একটি রেস্তোরাঁয় গিয়েছিলাম ।
যেহেতু আমরা খুব ক্ষুধার্ত ছিলাম, সেজন্য বেশ অনেকটা খাবার অর্ডার করেছিলাম । কিন্তু শেষ পর্যন্ত প্রায় এক-তৃতীয়াংশ খাবারই ছুঁয়ে দেখা হলো না আমাদের ।
এরপর আমি ও আমার সহকর্মী যখন রেস্তোরাঁ থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, ওই সময় এক বয়স্ক মহিলা বিরক্ত হয়ে বললেন, “তোমাদের খাবার নষ্ট করা উচিত হয়নি ।”
সহকর্মী ওই মহিলাকে উত্তর দিল,
“আমরা টাকা দিয়ে খাবার কিনেছি ।
খাবার নষ্ট করব, নাকি খাব—এটাতে তোমার মাথা ঘামানোর কী আছে ?”
এই উত্তরে বেশ ক্ষিপ্ত হলেন ওই মহিলা ।
সঙ্গে থাকা আরেকজন তৎক্ষণাত ফোন বের করে কাকে যেন ফোন করলেন ।
সঙ্গে সঙ্গে সামাজিক নিরাপত্তা সংস্থার পোশাক পরা এক ব্যক্তি এসে হাজির হলেন ।
ওই ব্যক্তি সবকিছু শুনে আমাকে এবং সহকর্মীকে ৫০ ইউরো জরিমানা করে বসলেন ।
ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যাই আমি ।
তারপর সেই কর্মকর্তা রাগান্বিত সুরে বললেন:
“Order what you can consume, money is yours but resources belong to the society. There are many others in the world who are facing shortage of resources. You have no right to waste resources."
So, Money is yours but resources belong to the society.
(“আপনি কী খাবেন তা অর্ডার করুন, অর্থ আপনার কিন্তু সম্পদ সমাজের অন্তর্গত। বিশ্বে আরও অনেকে আছেন যারা সম্পদের ঘাটতির মুখোমুখি হচ্ছেন। আপনার সম্পদ নষ্ট করার কোনও অধিকার নেই। "
সুতরাং, অর্থ আপনার কিন্তু সম্পদ সমাজের অন্তর্ভুক্ত ।)
No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box.