আকদ ইব্রাহিম সুদানের প্রতিরক্ষা মন্ত্রী Ākad ibrāhim sudānēr pratirakṣā mantrī
আকদ ইব্রাহিম যিনি ১৯৯৫ সালে সুদানের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন।
সময় পরিবর্তনে বেশি সময় নেয় না,
আল্লাহ যেমন উপরে উঠাতে জানে তেমনি আল্লাহ নিচে ফেলতে জানে।
ইব্রাহিম এক অত্যাচারী,
আকদ ইব্রাহিম যিনি ১৯৯৫ সালে সুদানের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন।
সময় পরিবর্তনে বেশি সময় নেয় না,
আল্লাহ যেমন উপরে উঠাতে জানে তেমনি আল্লাহ নিচে ফেলতে জানে।
ইব্রাহিম এক অত্যাচারী,
সে অত্যাচারী ফেরাউন হিসাবে পরিচিত ছিল কিন্তু আজ তাঁর অবস্থা আপনার সামনে ।
আল্লাহ জুলুম কারি কে পছন্দ করেন না,
যারা মানুষের সাথে জুলুম করে তাদের ধ্বংস অনিবার্য ।
আজ যারা ক্ষমতার মসনদে বসে মন যা চাচ্ছে তাই করছ ।
ভুলে যেওনা এই দিন আপনার আগামীতে নাও থাকতে পারো,
যদি না থাকে সেদিন আপনি কি করবেন ?
তাই এখনও সময় আছে মানুষের সাথে ভাল আচরণ করেন।
নিশ্চয়ই আমার পালনকর্তা সেরা বিচারক,
আল্লাহ জুলুম কারি কে পছন্দ করেন না,
যারা মানুষের সাথে জুলুম করে তাদের ধ্বংস অনিবার্য ।
আজ যারা ক্ষমতার মসনদে বসে মন যা চাচ্ছে তাই করছ ।
ভুলে যেওনা এই দিন আপনার আগামীতে নাও থাকতে পারো,
যদি না থাকে সেদিন আপনি কি করবেন ?
তাই এখনও সময় আছে মানুষের সাথে ভাল আচরণ করেন।
নিশ্চয়ই আমার পালনকর্তা সেরা বিচারক,
আমার রব সর্বাধিক রাজা তার বিচার খুবই সঠিক এবং খুবি সহজ ।
No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box.