Golpo Kotha Live

May 8, 2021

সুখতো ব্যকুল Sukh tō byākul

সুখতো ব্যকুল Sukh tō byākul
সুখতো ব্যকুল Sukh tō byākul


সুখতো ব্যকুল Sukh tō byākul

সুখ তো ছড়িয়ে আছে-
এই বাংলার ধুসর মাঠে..
কৃষকের দুহাত ভোরে,
শষ্য শ্যমল সবুজ ক্ষেতে..

সুখতো ব্যকুল মাঝির-
বৈঠা হাতে ছোট্ট নায়ে..
সুখতো ছিটিয়ে আছে,
সবুজ ঘেরা পল্লী গায়ে..

সুখতো ললাট লিখন,
অর্থ ভেদে আসে না রে.
যে গরীব সেই তো ধনী-
সুখ যদি থাকে নীড়ে..

No comments:

Post a Comment

Please do not any spam in the comments Box.

Please Subscribe For My YouTube

গল্প কথা


আজকের শিশু আগামি দিনের ভবিস্যৎ.........









Contact Us

Name

Email *

Message *