তাই হারাতে চাই Tā'i hārātē cā'i
তাই হারাতে চাই Tā'i hārātē cā'i
পরাণ ধরে টানে..
আলতো ছুঁয়ে কাছে ডাকে,
ফিসফিসিয়ে কানে ।
শরীর জুড়ে বিকেল ঘনায়,
হৃদয় বেয়ে তুমি..
মনের মাঝে সরোদ বাজে,
ছন্দে হারাই আমি ।
হারিয়ে যাওয়া আমায় আবার,
তোমার মাঝেই পাই..
হারিয়ে পেতে ভালো'ই লাগে,
তাই হারাতে চাই ।
No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box.