দুহাত ভরে নিস Duhāt bhorē nis
দুহাত ভরে নিস Du hāt bhorē nis
যেদিন হবে দেখা,
»——মন ভরে সাজিস,,,।
মায়াভরা ঐ দুচোখে,
»——একটু কাজল আঁকিস,,,।
যেদিন হবে দেখা,
»——নীল শাড়ি পড়িস,,,।
ছোট্ট এক লাল টিপ,
»——কপালেতে দিস,,,।
যেদিন হবে দেখা,
»——সময়মতো আসিস,,,।
ঐ কুচকুচে খোপায় তোর,
»——বেলীর মালা বাঁধিস,,,।
যেদিন হবে দেখা,
»——রঙিন মেহেদী দিস,,,।
মেহেদী রাঙা ঐ দুহাতে,
»——কাচের চুরি পড়িস,,,।
খালি হাতে আসিস,,,।
»——ভালোবাসায় ভরিয়ে দেব,
দুহাত ভরে নিস...——»
যেদিন হবে দেখা,
»——মন ভরে সাজিস,,,।
মায়াভরা ঐ দুচোখে,
»——একটু কাজল আঁকিস,,,।
যেদিন হবে দেখা,
»——নীল শাড়ি পড়িস,,,।
ছোট্ট এক লাল টিপ,
»——কপালেতে দিস,,,।
যেদিন হবে দেখা,
»——সময়মতো আসিস,,,।
ঐ কুচকুচে খোপায় তোর,
»——বেলীর মালা বাঁধিস,,,।
যেদিন হবে দেখা,
»——রঙিন মেহেদী দিস,,,।
মেহেদী রাঙা ঐ দুহাতে,
»——কাচের চুরি পড়িস,,,।
খালি হাতে আসিস,,,।
»——ভালোবাসায় ভরিয়ে দেব,
দুহাত ভরে নিস...——»
No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box.