মোর মন Parthiva Sinha
মোর মন
আজও আমি একা পথে
বুকে নিয়ে নিজ মন,
জীবন সফরে ভাবি
কাকে পাব আপন !
এই কথা ভাবি আর
হেঁটে চলি নিজ পথে,
ঈশ্বর সাথী মোর
ঈশ্বর মোর সাথে ৷
আমার মনের আকাশে
কত কিছু করে খেলা,
সেই সব নিয়ে মন
মেতে রয় দুই বেলা ৷
মনের আকাশে হেরি
পূর্ণিমা চাঁদ হাসে,
চাঁদ তারা করে খেলা
পাশাপাশি এক আকাশে ৷
মনের আকাশে চাঁদে
লাগে কখনো গ্রহণ,
দুখ সন্তাপ ভুলে
কখনো খুশি এ মন।
মনের আকাশে চাঁদ
কখনো হারিয়ে যায়,
পূর্ণ চন্দ্র রূপে
ফেরে সে পূর্ণিমায় ৷
এই ভাবে মোর মনে
কে যে দেন এতো দোলা,
বুঝতে নারি গো প্রভু
কি তোমার লীলা খেলা ৷
No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box.