মন ভালো নেই,মন খারাপের দিনে;
তোমার থেকে অনেক দামে,
কান্না নিলাম কিনে ।
মন ভালো নেই,মন খারাপের রাতে;
তোমার চোখের বিষাদ নিলাম,
মেঘলা সে প্রভাতে ।
মন ভালো নেই,মন খারাপের প্রহর;
কোথাও তোমায় পায়না খুঁজে,
বিষন্ন শহর ।
মন ভালো নেই,মন খারাপের ক্ষন;
বুকের ভেতর তবুও থাকো,
একলা অনুরণন ।
একলা অনুরণন Resonance alone
মন ভালো নেই,মন খারাপের দিনে;
তোমার থেকে অনেক দামে,
কান্না নিলাম কিনে ।
মন ভালো নেই,মন খারাপের রাতে;
তোমার চোখের বিষাদ নিলাম,
মেঘলা সে প্রভাতে ।
মন ভালো নেই,মন খারাপের প্রহর;
কোথাও তোমায় পায়না খুঁজে,
বিষন্ন শহর ।
মন ভালো নেই,মন খারাপের ক্ষন;
বুকের ভেতর তবুও থাকো,
একলা অনুরণন ।
মন ভালো নেই,মন খারাপের দিনে;
তোমার থেকে অনেক দামে,
কান্না নিলাম কিনে ।
মন ভালো নেই,মন খারাপের রাতে;
তোমার চোখের বিষাদ নিলাম,
মেঘলা সে প্রভাতে ।
মন ভালো নেই,মন খারাপের প্রহর;
কোথাও তোমায় পায়না খুঁজে,
বিষন্ন শহর ।
মন ভালো নেই,মন খারাপের ক্ষন;
বুকের ভেতর তবুও থাকো,
একলা অনুরণন ।
No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box.