Golpo Kotha Live

Jun 21, 2021

একলা অনুরণন Resonance alone

একলা অনুরণন Resonance alone
একলা অনুরণন Resonance alone

একলা অনুরণন Resonance alone

মন ভালো নেই,মন খারাপের দিনে;
তোমার থেকে অনেক দামে,
কান্না নিলাম কিনে ।

মন ভালো নেই,মন খারাপের রাতে;
তোমার চোখের বিষাদ নিলাম,
মেঘলা সে প্রভাতে ।

মন ভালো নেই,মন খারাপের প্রহর;
কোথাও তোমায় পায়না খুঁজে,
বিষন্ন শহর ।


মন ভালো নেই,মন খারাপের ক্ষন;
বুকের ভেতর তবুও থাকো,
একলা অনুরণন ।


একলা অনুরণন Resonance alone
একলা অনুরণন Resonance alone

একলা অনুরণন Resonance alone

মন ভালো নেই,মন খারাপের দিনে;
তোমার থেকে অনেক দামে,
কান্না নিলাম কিনে ।

মন ভালো নেই,মন খারাপের রাতে;
তোমার চোখের বিষাদ নিলাম,
মেঘলা সে প্রভাতে ।

মন ভালো নেই,মন খারাপের প্রহর;
কোথাও তোমায় পায়না খুঁজে,
বিষন্ন শহর ।


মন ভালো নেই,মন খারাপের ক্ষন;
বুকের ভেতর তবুও থাকো,
একলা অনুরণন ।

No comments:

Post a Comment

Please do not any spam in the comments Box.

Please Subscribe For My YouTube

গল্প কথা


আজকের শিশু আগামি দিনের ভবিস্যৎ.........









Contact Us

Name

Email *

Message *