বাকিটা জীবন একটু না হয় অন্যরকম__
চেনা তুমি খুব অচেনা কেউ,
চেনা আমি কেউ নই তোমার !
যেনো বদলে গিয়েছে দু'জনেরই মুখের আদল;
বাকিটা জীবন একটু না হয় অন্যরকম !
চেনা যে মুখ,সে প্রিয় হাসি-
আপন ছিলো যে পরবাসী,
আসলে সে ছিলোনা কেউই,
মনের ভ্রম-ভুল ছিলো সবই;
বাকিটা জীবন একটু না হয় অন্যরকম !
No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box.