একটা সময় হাঁটতে শেখে ;
হুমায়রা বিনতে রানা
অনেক কিছু মনে রাখে ।
আধো আধো কথা বলে ,
দুষ্টুমি করে খালি ;
হুমায়রা যে ফুলের মত ,
মা-বাবা হুমায়রার মালি ।
হুমায়রার মিষ্টি হাসি দেখে
সবাই হেসে ওঠে ,
হুমায়রার খুশিতে যেন
হৃদয়েতে ফুল ফোটে ।
দুনিয়ার খেলাঘরে
শিশুরাই তো সুন্দর ,
শিশুরাই বানায় ,,,
একটা সুখের ঘর ।
No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box.