Golpo Kotha Live

Sep 30, 2020

পৃথিবীর আলো বাতাস প্রথম স্পর্শ

”আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ”
আলহামদুলিল্লাহ 
আজ আমার মেয়ে হুমায়রা বিনতে রানার জন্মদিন,,,!
------------------------------------------------ দেখতে দেখতে দিন গড়িয়ে সাপ্তাহ,,, 
সাপ্তাহ গড়িয়ে মাস,,, 
আর মাস গড়িয়ে যাচ্ছে বছর,,,! জন্মদিন একটা মাইল ফলক,,, 
জীবন চলার পথের প্রতীক,,,। 
আজকের এই দিনে ২৯শে সেপ্টেম্বর মাসে এই পৃথিবীতে,,, 
আজ এই দিনে সকাল ৯টা ৩৫মিনিটে জন্মেছিল, 


আজ সেই দিন, 
আমার ঘর আলো করে যে আসলো আজ তার জন্মদিন,,,। 
আপনাদের সবার কাছে তার জন্য দোয়া চাই। কালের অথৈ গহ্ববরে নিমজ্জিত হওয়া এই দিনে ”হুমায়রা বিনতে রানা” পৃথিবীর আলো বাতাস প্রথম স্পর্শ করে । নিশ্চয় সেই দিনের জন্ম ক্ষণে ”হুমায়রা বিনতে রানা”
 গলা ফাটিয়ে কান্না করেছিল আর তার জন্মদাত্রী-জন্মদাতা দ্বয়
 ”হুমায়রা বিনতে রানা”র কান্নাকে উপেক্ষা করে হাসি মুখে পরমানন্দে 
”হুমায়রা বিনতে রানা”র ভবিষ্যত লক্ষ্য নির্ধারণে ছিলেন অতি ব্যস্ত,,,। কান্না ছাড়া আর কোন ভাষা ছিলোনা ”হুমায়রা বিনতে রানা”র,,,। , , , আমার মা-বাবা সহ ( হুমায়রা বিনতে রানার-দীদামনি ও দাদুভাই ) 
সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন,,, blogspot facebook karatoyabazar ranna youtube


No comments:

Post a Comment

Please do not any spam in the comments Box.

Please Subscribe For My YouTube

গল্প কথা


আজকের শিশু আগামি দিনের ভবিস্যৎ.........









Contact Us

Name

Email *

Message *