Golpo Kotha Live

Oct 5, 2020

আমার ইচ্ছেরা

আমার ইচ্ছেরা সব ঘুমিয়ে থাকে,,,
তোমার পথের বাঁকে;,,
তুমি আসবে যদি জানতে পারে-
শিউলি বোঁটায় শিশির মেখে, ,,
স্বপ্ন ছবি আঁকে,,,।

আমার ইচ্ছেরা সব নাচতে থাকে,,,
তোমার কথাই ভেবে; ,,
বৃষ্টি তালে রিমিঝিমিয়ে ছন্দে নূপুর বাজে-
গানে গানে তুমি আমার,,,
মন ভরিয়ে দেবে,,,।

আমার ইচ্ছেরা সব ঘুমিয়ে থাকে,,,
নিত্য সদাই সুখে; ,,
কাঁশবনে ঐ শরৎ রোদে আঁচল তোমার ওড়ে-
ব্যাকুল হৃদয় আকাশ ছোঁবার,,,
স্বপ্ন শুধুই দেখে,,,।


আমার ইচ্ছেরা সব ঘুমিয়ে থাকে,,,
তুমি আছো বলে; ,,
কষ্টগুলো মেঘের মতো হাওয়ায় ভেসে চলে-
বরফ হয়ে পাহাড়চূড়ায়,,,
নীরবে যায় গলে।

আমার ইচ্ছেরা সব ঘুমিয়ে থাকে,,,
তোমার চোখের পাতায়;,,
তোমায় নিয়ে স্বপ্ন দেখে, তোমায় নিয়ে বাঁচে-
ঘুম ভাঙ্গলেই হাত বাড়িয়ে,,,
খুজে ফিরি তোমায় ,,,

No comments:

Post a Comment

Please do not any spam in the comments Box.

Please Subscribe For My YouTube

গল্প কথা


আজকের শিশু আগামি দিনের ভবিস্যৎ.........









Contact Us

Name

Email *

Message *