লাল গোলাপের মহিমা :
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
সব রঙের গোলাপেই ভালোবাসার কথা লেখা আছে, তবে ‘লাল গোলাপ’ ভালোবাসার নিরবচ্ছিন্ন প্রতীক। লাল মানে উষ্ণতা,,, লাল মানেই রোমান্স,,, লাল মানে সাহস ! প্রিয় মানুষটিকে যদি একগুচ্ছ লাল গোলাপ অথবা বাগান থেকে তুলে নিয়ে আসা একটি তাজা গোলাপ দেওয়া যায়, যার অর্থ ‘আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ’,,, স্বর্গীয় ভালোবাসা পৃথিবীতেই মূর্ত হয়ে ওঠে ! লাল গোলাপ মানেই ভালোবাসা,,, লাল গোলাপ মানেই প্রেম,,, লাল গোলাপের শুভেচ্ছা মানেই পরস্পরের প্রতি ভালোবাসা,,, বন্ধুত্ব,,, আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ ।
No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box.