কেউ ছিলোনা
আমার একজন কেউ ছিলোনা
মনের অসুখ বুঝবে,
গভীর রাতে পিদিম জ্বেলে
হন্যে হয়ে খুঁজবে !
খিল লাগানো দরজা আমার
দেয়নি কেউ মৃদু টোকা,
কেউ বলেনি কাতর হয়ে
বুকের মধ্যে আয়না বোকা !
কেউ বলেনি ভালোবাসি
ছটফটিয়ে দেয়নি কেঁদে,
ঠোঁট টা আজও হয়নি ছোঁয়া
একটা চুমুও পাইনি সেধে !!
No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box.