নিজ ধর্মেই থাকি |
নিজ ধর্মেই থাকি
✍️ পার্থিব সিংহ
কেন আমাকে প্রশ্ন করিস হিন্দু না মুসলিম ?
ধর্মের কলম বার বার টুটে লিখতে গিয়ে মিম্ ৷
লিখতে আমি চেষ্টা করি, নইতো আমি কবি,
চেষ্টা করি ফুটিয়ে তুলতে বাস্তবতার ছবি ৷
ঈমান আনলে তুই বলছিস যাব আমি জান্নাত!
কিভাবে যাব জান্নাতে? সেথাও রয়েছে নেতার হাত ৷
বেদ বাইবেল কোরান নিয়ে আজ চলছে ব্যবসাদারী,
কে মানে আজকে ধর্মের বাণী? ভাই ভাই ভাইচারী!
তোমার ধর্ম তোমার কাছে, আমার টা আমার,
এ কথা মানলে খুলে যাবে জানি জান্নাতের দ্বার৷
বিশ্বে যত শাস্ত্রবিদ আছেন, সুবিধা আদায় করেন,
সুবিধা আদায় হলে গেলে তাঁরা নতুন মূর্তি ধরেন ৷
কে আছে মরদ ধরবে আজকে মুনাফেকদের চুরি,
নেতা মন্ত্রী আমলারা ধরবেন, তাঁদের হয়ে ছুরি ৷
তুই গাইছিস আমার হয়ে আলোতে আসার গান,
আলোতে নয়রে, অন্ধকারেই থাকতে চাইছে প্রাণ ৷
নিজ ধর্মেই থাকি |
No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box.