চোখের পলকে
সুনীল আকাশে,,,
নির্মল বাতাসে;
পাই না কোনও সম্বন্ধ !!
ভাসালাম মেঘের ভেলা,,,
নিশি রাত একলা;
বিশাল একটা প্রবন্ধ ।
নাই দেখা তোমার,,,
সময় কাটেনা আমার;
বলো, এইভাবে আর কতদিন বাঁচি ?
চোখের পলকে,,,
মনের আলোকে শুধু'ই ভাবি;
দু'জনে তো এক আকাশের
নিচে'ই আছি.....................!!!
No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box.