Golpo Kotha Live

Dec 18, 2020

কে অভিমানী

কে অভিমানী

কে অভিমানী

কে অভিমান করলো-- !!
বর্ণে-রা নাকি ভাষা
কথা নাকি ছন্দে-রা...

বাক্যে-রা নাকি কলম
আবেগ নাকি কল্পনা-রা,

কবিতা-রা নাকি কবি
দ্বন্দের ভীড়ে আমি,
হারালাম সুখ শান্তি সবি

কে অভিমানী....?
তোমার আমার মধ্যে যা আজ,
লোকে বলে তিক্ততা !

তুমিও জানো পরিস্থিতি,
নয়তো সবই মুগ্ধতা ।।

No comments:

Post a Comment

Please do not any spam in the comments Box.

Please Subscribe For My YouTube

গল্প কথা


আজকের শিশু আগামি দিনের ভবিস্যৎ.........









Contact Us

Name

Email *

Message *