গাঁয়ের বধূ
এস এম সুমন
তারিখ:৩০/১১/২০২০ইং
কিছু মানুষ কাজের ফাঁকে
তারাই ঘুরে নদীর বাঁকে
ঐ রূপালী নদী,
মাঝি ভাই'রা যাচ্ছে চলে
নৌকা ভাসে নদীর জলে
চলছে নিরবধি।
মাঝির গানে অনেক মধু
নদীর ঘাটে গাঁয়ের বধূ
গেলো সেতোই ফিরে,
ভাটিয়ালির গান'টা শুনে
মন ভরিলো অনেক গুণে
রাখলো মনে ঘিরে।
বধূর গায়ে যে লাল শাড়ী
মনটা গেলো ভরে,
আসছে ফিরে বিকেল বেলা
করছে খোকা নানান খেলা
ফিরে আসলো ঘরে।
No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box.