বাজুক প্রেমের মায়ামন্ত্রে ---বাজুক প্রেমের মায়ামন্ত্রে
হেমন্তের অভিসম্পাতে ঝরা পাতার প্রহর শেষে চারপাশটা হঠাত্ যেন বড্ডো ধূসর হয়ে উঠেছে। মধ্যহ্নের এই তিরতিরে আলোয় বা শেষ বিকেলের বিষণ্ণতায়, শুভ্র তুষারের কনকনে ঠান্ডায়, শেষরাতের শুকতারার সবকিছুতে কেমন এক তীব্র যন্ত্রণার ধূসরের ছাপ পড়েছে। বুঝতে পারছি, এবার মন খারাপের জোর হাওয়া বইবে। চারিধারে কাঙ্গালপনা তারই আগমনী শুনিয়ে যাচ্ছে। জীবন জুড়ে ঋতুতে ঋতুতে প্রকৃতি যেন নির্মম হাতে আমায় জীবনের মন্ত্র দীক্ষার ভার নিয়েছে।
বুঝিয়ে দিচ্ছে, রিক্ত হও, নিঃস্ব হও তবেই পূর্ণ পাওয়া যাবে। নয় সে অমূল্য দান যে উপচে পর্বে! তার কানাকড়িও ধরে রাখা যাবে না! তাই জীবনভর রিক্ত হওয়ার সাধনা। পূর্ণ যে প্রাণ, সে তো রিক্ত হয়েই নব লাবণ্যধনে কানায় কানায় পূর্ণ হওয়া-- তাইতো সেইক্ষণেই প্রাণ জাগে, জাগবে অনন্ত প্রেম !!
No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box.