Golpo Kotha Live

Jan 24, 2021

A lifeless picture

A lifeless picture

A lifeless picture
তুমি কি কেবলি পটে আঁকা
এক নিষ্প্রাণ ছবি !
যার ঘোরে মোর কাটে
দিবস রজনী;

ওগো অচেনা পথিক,
তুমি আছো,তুমি নেই
এই দোটানায়
বেলা যায় কাটি ।

মন তো বলে-
সেতো আছে হৃদয়পটে;
আজি মন নিলো মেনে
নও তুমি কেবলি ছবি;

মিছে দ্বন্দ্বে, মিছে শোকে
ভাবিলাম তুমি নেই,
দর্পনে যাকে দেখি__
সেই আমি কি, তুমি নও ??

No comments:

Post a Comment

Please do not any spam in the comments Box.

Please Subscribe For My YouTube

গল্প কথা


আজকের শিশু আগামি দিনের ভবিস্যৎ.........









Contact Us

Name

Email *

Message *