"মানুষের মন"
মানুষের মনে রয়েছে
সাত রঙের মেলা,
দিন-রাত ভাসে তারা
স্বপ্ন সুখের ভেলা ।
মানুষ তাদের স্বপ্ন নিয়ে
গড়ে সুখের জীবন,
সত্য হয়ে উঠলে তবে
সাত রাজার ধন ।
মানুষ কেন এত লোভী
নিষ্ঠুর তাদের মন,
এ ভাবেই গড়ে উঠে
তাদের নষ্ট জীবন ।
নিষ্ঠুর তাদের মন,
এ ভাবেই গড়ে উঠে
তাদের নষ্ট জীবন ।
No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box.