Not written
তোমার চিঠিতে
কোথাও লিখা নেই
ভালোবাসি, ভালবাসি !
অথচ প্রত্যেকটা লাইনের
সাথে জুড়ে যাওয়া শব্দ গুলো
কেন উল্লাসে বলে উঠে ভালোবাসি, ভালোবাসি ?
শতেক পেরিয়ে হাজারে পড়ি
তোমার চিঠির শব্দরাশি...
আর, তার প্রতি-উত্তরে বলেই ফেলি ভালোবাসি, ভালোবাসি।।'
No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box.