Something to lose
কোন এক স্বপ্ন- কল্পনাময় অচেনা রাজ্যে
অজানা অপেক্ষায় বসে আমি, তুমি বিহীন
প্রার্থনা আমার, এসো হৃদয়ের ঠিকানায়
করে দাও জীবনটা আমার রংধনু রঙিন
ফিরে পাবে অপেক্ষায় জড়ানো প্রতিদিন
পূরণ হতে অপেক্ষায় হারানো কিছু ঋণ
কোন একদিন অবাক করে এসে কাছাকাছি
দেখো তোমার কল্পনায় প্রান ভরিয়ে রেখেছি
একি ভাবে ভালোবেসে, একই মনে আছি
অদৃশ্যে দুটি হৃদয়ের খুব বেশি কাছাকাছি
যদি খুঁজে পাও আমার সেই ঠিকানা
আর কোনদিন তা হারাতে দিয়োনা
কিছু না বলতেই চিনে নিও মন
প্রকাশ না হতেই বুঝে নিও নয়ন
যদি আমায় তখন বুঝতে না পারো
তবুও সব বুঝে নেয়ার ভানটুকু করো...........
No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box.