বসন্তের রঙে ভালোবাসা Love the colors of spring
বসন্তের রঙে ভালোবাসা হোক অমলিন________
এই বসন্তে ফাল্গুনী শাড়ি--------
ফাল্গুন মানেই তো রঙের ছোঁয়া ।
প্রকৃতির সাথে সাথে মানুষের মনেও লাগে সে রং।
এই দিনে নারীদের পছন্দের পোশাক হলো শাড়ি ।
রঙে রঙে রূপ খুলছে প্রকৃতির ।
শীতের ধূসরতা সরে যাচ্ছে।
আমাদেরও চলছে বসন্তবরণের প্রস্তুতি ।
পয়লা ফাল্গুনে হলুদ শাড়ি, ফুলের সাজ তো আছেই—
শহুরে রাস্তার পাশে বসা নার্সারিগুলো এখন রঙিন । ফুলের রঙে যেন ভেসে যাচ্ছে ফুটপাত ।
সারি সারি করে সাজানো গাঁদা ফুলগুলো আলো করে রাখছে চারপাশ ।
কোকিলের ডাকও জানান দিচ্ছে, বসন্ত এল বলে ।
বসন্তবরণের প্রথম দিনটি সেজে ওঠে সাজপোশাক, অনুষ্ঠান, গানের আওয়াজে ।
হলুদ রঙের পোশাকের প্রাধান্য যেন চিরায়ত পহেলা ফাল্গুনে ।
বসন্তবরণের প্রথম দিনটি সেজে ওঠে সাজপোশাক, অনুষ্ঠান, গানের আওয়াজে ।
হলুদ রঙের পোশাকের প্রাধান্য যেন চিরায়ত পহেলা ফাল্গুনে ।
No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box.