রাতটা কাটে নির্ঘুম,
নিশ্চুপ সময় আনমনে;
বোবা চাঁদটা একলা রাতে,
তারার মাঝে স্মৃতি গুনে !
নিয়ন আলোয় নিশাচর মন,
ফাঁকা রাস্তায় করছে সমাবেশ;
ভীড়ের মাঝেও মন পাখিটা,
পায় না খুঁজে হাসির রেশ !
কাটছে রাত স্বপ্ন বুনে,
নতুন প্রভাত লুকিয়ে লাজে-
তুমিময় দিনটা ফিরুক,
পুরানো রূপে আপন সাজে ।
No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box.