ঠাকু’মার ঝুলি ছাপাতে চায়নি কেউ Thakur maar jhuli
দুরন্ত দক্ষিণারঞ্জনকে আটকাতে রূপকথার গল্পের আশ্রয় নিতেন মা কুসুমকুমারী দেবী। যদিও মিত্রমজুমদার বংশে সেই সুখ স্থায়ী হয়নি। কুসুমকুমারীর মৃত্যুর পর ভাইপোকে কাছে টেনে নিয়েছিলেন পিসি রাজলক্ষ্মী দেবী। রূপকথার গল্প শোনাতেও ভাটা পড়েনি। পরে ঢাকার উলাইল গ্রাম থেকে ছেলেকে মুর্শিদাবাদে নিয়ে আসেন বাবা রমদারঞ্জন। সেখানে স্কুল-কলেজের পাঠ শেষ করে পিসির কাছে ফেরা। ভাইপোকে জমিদারি পরিদর্শনের দায়িত্ব দিয়েছিলেন রাজলক্ষ্মী দেবী। গ্রামগঞ্জে যাতায়াত, হরেক মানুষের সঙ্গে অবাধ মেলামেশায় দক্ষিণারঞ্জনের ছোটবেলার নেশা চেগে উঠল। মুখে মুখে ফেরা বাংলার লৌকিক রূপকথা সংগ্রহ করা শুরু করলেন। ফোনোগ্রাফ যন্ত্রে রেকর্ড করা গল্পে ভরে উঠল ঝুলি। ঠিক যেভাবে শুনেছিলেন, সেভাবেই লিখে ফেললেন আস্ত একটা পাণ্ডুলিপি।
পরাধীন ভারতে তখন ব্রিটিশ সংস্কৃতির রমরমা। দেশীয় রূপকথা নিয়ে কারও কোনও আগ্রহ ছিল না। কলকাতায় এসে প্রকাশকদের চৌকাঠে ঘুরেও কাজ হল না। শেষে বই ছাপানোর জন্য পিসির টাকায় একটি প্রেস খুলে ফেললেন দক্ষিণারঞ্জন। যদিও পরবর্তীকালে অধ্যাপক দীনেশচন্দ্র সেনের উদ্যোগে বইটি ছাপতে রাজি হয় নামী প্রকাশনা সংস্থা ‘ভট্টাচার্য অ্যান্ড সন্স’। ১৯০৭ সালে বাজারে আসে ঠাকু’মার ঝুলি। প্রথম সপ্তাহেই উড়ে গিয়েছিল তিন হাজার কপি। তারপর একে একে ‘ঠাকুরদাদার ঝুলি’, ‘ঠাণদিদির থলে’, ‘দাদামশায়ের থলে’ আরও কত বই। ১৯৫৬ সালের আজকের দিনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা রূপকথার জনক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। লালকমল-নীলকমল, অরুণ, বরুণ, কিরণমালারা আজও মাতিয়ে রেখেছে বাঙালির ছোটবেলা।
accessories for a sauna
ReplyDeleteWAJA sauna is specialist manufacturer of top quality sauna products. Products include sauna rooms, steam rooms, barrel saunas, wooden hot tubs, and all kinds of sauna accessories.