Golpo Kotha Live

Apr 10, 2021

কেউ যদি ভালোবাসে, If anyone loves

কেউ যদি ভালোবাসে, If anyone loves


কেউ যদি ভালোবাসে, If anyone loves



কেউ যদি ভালোবাসে, If anyone loves

কেউ যদি ভালোবাসে,
তবে তোমাকেই ভালোবাসবে ।

তোমার রোদে পোড়া তামাটে ত্বক, কেটে যাওয়া কপালের দাগ, নুডুলসের মত কোঁকড়ানো চুল, এমনকি তোমার ঘামে ভেজা জামার গন্ধটাকেও সে ভালোবাসবে ।


ভালোবাসবে তোমার পেঙ্গুইনের মত হেলেদুলে হাঁটা, ননস্টপ রেকর্ডারের মত বকবকানি, কিংবা হঠাৎ করে খুব আবেগপ্রবণ অথবা প্রচণ্ড রেগে যাওয়ার বদ অভ্যাসটাকেও !


যে তোমাকে ভালোবাসবে তার জন্য তোমাকে সানস্ক্রিন লোশন মেখে রোদে নামতে হবে না, চুল স্ট্রেইট করার জন্য যেতে হবে না পার্লারে, পরতে হবে না নামকরা ব্রান্ড এর জামা-জুতো, শরীরে মাখতে হবে না দামি পারফিউম।


তোমার যা কিছু, তুমি যা; সে সব কিছু, সেই তোমাকেই সে ভালোবাসবে ।


কাকের রং কালো ।
কেউ যদি বলে কাক সাদা হলেই সে তাকে পছন্দ করবে, নইলে নয় ।
তবে তার কাক নয়, সাদা রং এর অন্য কিছুর সন্ধান করা উচিত ।
কারণ কাককেই যদি কেউ চায়, তবে সে কালোকেও চাইবে ।


কোন কিছু সংযোজন বা বিয়োজন করে নয়; কেউ যদি তোমাকে চায় তবে তোমার যা কিছু আছে তা নিয়েই এবং তুমি যেমন ঠিক তেমনটাই চাইবে ।


কারো ভালোবাসা পাওয়ার জন্য যদি নিজেকে পরিবর্তন করতে হয়,
তবে জেনে রেখ সে ভালোবাসা তোমার নয় ।
বদলে যাওয়া সেই অন্য কারোর .....................।

No comments:

Post a Comment

Please do not any spam in the comments Box.

Please Subscribe For My YouTube

গল্প কথা


আজকের শিশু আগামি দিনের ভবিস্যৎ.........









Contact Us

Name

Email *

Message *