কেউ যদি ভালোবাসে, If anyone loves
কেউ যদি ভালোবাসে,
তবে তোমাকেই ভালোবাসবে ।
তোমার রোদে পোড়া তামাটে ত্বক, কেটে যাওয়া কপালের দাগ, নুডুলসের মত কোঁকড়ানো চুল, এমনকি তোমার ঘামে ভেজা জামার গন্ধটাকেও সে ভালোবাসবে ।
ভালোবাসবে তোমার পেঙ্গুইনের মত হেলেদুলে হাঁটা, ননস্টপ রেকর্ডারের মত বকবকানি, কিংবা হঠাৎ করে খুব আবেগপ্রবণ অথবা প্রচণ্ড রেগে যাওয়ার বদ অভ্যাসটাকেও !
যে তোমাকে ভালোবাসবে তার জন্য তোমাকে সানস্ক্রিন লোশন মেখে রোদে নামতে হবে না, চুল স্ট্রেইট করার জন্য যেতে হবে না পার্লারে, পরতে হবে না নামকরা ব্রান্ড এর জামা-জুতো, শরীরে মাখতে হবে না দামি পারফিউম।
তোমার যা কিছু, তুমি যা; সে সব কিছু, সেই তোমাকেই সে ভালোবাসবে ।
কাকের রং কালো ।
কেউ যদি বলে কাক সাদা হলেই সে তাকে পছন্দ করবে, নইলে নয় ।
তবে তার কাক নয়, সাদা রং এর অন্য কিছুর সন্ধান করা উচিত ।
কারণ কাককেই যদি কেউ চায়, তবে সে কালোকেও চাইবে ।
কোন কিছু সংযোজন বা বিয়োজন করে নয়; কেউ যদি তোমাকে চায় তবে তোমার যা কিছু আছে তা নিয়েই এবং তুমি যেমন ঠিক তেমনটাই চাইবে ।
কারো ভালোবাসা পাওয়ার জন্য যদি নিজেকে পরিবর্তন করতে হয়,
তবে জেনে রেখ সে ভালোবাসা তোমার নয় ।
বদলে যাওয়া সেই অন্য কারোর .....................।
No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box.