একজন এসোসিয়েট প্রফেসর এর গ্রেড ৪ They were just doing there job
একজন এসোসিয়েট প্রফেসর এর গ্রেড ৪ । একজন
ম্যাজিস্ট্রেট এর গ্রেড ৯ l একজন পুলিশের এস আই এর গ্রেড ১০ l
লেখাটি পড়ার পর মন্তব্য করুন।
চিকিৎসক হেনস্থার ঘটনায় যারা বলছেন
"They were just doing there job"
যারা বুঝতে পারছেন না যে সেই পুলিশ ইনস্পেকটর বা ম্যাজিস্ট্রেট সাহেবের কি ভুল ছিলো, তা আমি একটু বুঝিয়ে বলি৷ পয়েন্ট আকারে, ওয়ান বাই ওয়ান৷
১/ উনার গাড়ির সামনে বড় করে সার্টিফিকেট লাগানো যে এটি জরুরি চিকিৎসা কাজে ব্যবহৃত৷ এমন গাড়িতে এটা লাগানোর মানে প্রশাসন এই গাড়ি চলাচলে সাহায্য করবে৷ তা না করে প্রশাসনই যদি এই গাড়ি আটকায় তাহলে ব্যপারটা দুঃখজনক৷
২/ আচ্ছা, আমি ধরে নিলাম ভুলে আটকে ফেলেছেন৷ আটকানোর পর সেই চিকিৎসক যখন গাড়ির কাঁচ নামিয়ে পরিচয় দিলেন যে উনি একজন সহযোগী অধ্যাপক, জয়েন্ট সেক্রেটারি ইকুইভ্যালেন্ট আফিসার৷ তখন আপনাদের সাথে সাথে তাকে স্যালুট করে, তার কাছে ক্ষমা প্রার্থনা করা উচিৎ ছিলো৷ কিন্তু না আপনারা তার সাথে বাজে ব্যবহার করলেন৷ গাড়ি সাইডে পার্ক করতে বললেন৷ এটা বেয়াদবি ছাড়া আর কিছু না৷
৩/ গাড়ি থামালেন তো থামালেন৷ আপনারা তাকে গাড়ি থেকে নামতে বললেন! একজন ম্যাজিস্ট্রেট বা ইন্সপেক্টর যদি একজন জয়েন্ট সেক্রেটারি ইকুইভ্যালেন্ট অফিসারকে রাস্তায় গাড়ি থেকে নামিয়ে হয়রানি করেন, তবে এটা চরম বেয়াদবী৷
৪/ গাড়ি থেকে নেমেই ম্যাডাম তার গাড়ির সামনে লাগানো প্রত্যয়ন পত্র দেখালেন, কিন্তু এতে আপনারা ক্ষ্যান্ত হলেন না৷ আপনারা তার কাছে চাইলেন "আপনার মুভমেন্ট পাস কই??"
মানে আপনারা কি পাগল!! একজন ম্যাজিস্ট্রেট ও একজন ইন্সপেক্টর হয়ে এতটুকু জানেন না যে চিকিৎসকদের মুভমেন্ট পাস লাগে না৷ এটা জানানো আপনার চাকরি, সেখানে আপনারাই এই ধরনের গন্ডগোলের সূত্রপাত করছেন!!
৫/ উনি যখন বললেন, উনি আইডি কার্ড দেখাতে পারছেন না৷ এর আগ মুহূর্ত পর্যন্ত আপনারা এতো বেয়াদবি করে ফেলেছেন, আমার ধারনা কোন আত্মমর্যাদাপূর্ণ ব্যক্তি স্বাভাবিকভাবেই তাতে বিগড়ে যেতেন৷
৬/ মেজাজ বিগড়ে যাবার পর ম্যাডাম যা বলেছেন, আমি সেটার পক্ষে না৷ কিন্তু আপনারা তাকে হয়রানি করতে করতে কোথায় নিয়ে গেছেন যে একজন সিনিয়র চিকিৎসক গালিগালাজ করতে বাধ্য হন৷ চাকরি, বয়স, যোগ্যতা, জ্ঞান সবদিক থেকে উনি আপনাদের অনেক অনেক সিনিয়র এটা একবারও আপনাদের মাথায় আসলো না!
৭/ উনি যখন এতোক্ষণ নিজের পরিচয় দিচ্ছিলেন, ততক্ষণ আপনারা তার একটি কথাও শুনলেন না৷ অথচ যেই তিনি মন্ত্রী মহোদয়কে ফোন দিলেন, ততক্ষণে আপনাদের টনক নড়লো৷ এটা কখনোই প্রফেশনালিজম হতে পারে না৷
৮/ প্রশাসনে চাকরি করে যদি আপনি এতটুকুই না বোঝেন যে কে চোর আর কে রাষ্ট্রের সম্মানিত ব্যক্তি তবে বুঝতে হবে আপনি এখন এই পদের জন্য যথেষ্ট ম্যাচিউরড নন৷
৯/ এই সমাজে জোর যার, মুল্লুক তার৷ ম্যাডামের জোর আছে দেখে উনি শক্তি প্রদর্শন করে বের হতে পেরেছেন৷ অথচ প্রতিদিন কতো চিকিৎসককে জনগণের সেবা দিতে গিয়ে পুলিশি হয়রানিতে পড়তে হচ্ছে এই খবরটা কি আপনারা রাখেন?
১০/ লক ডাউনে আপনাদের দায়িত্ব হচ্ছে যারা রাষ্ট্রের জরুরি সেবায় নিয়োজিত তাদের মুভমেন্টে সাহায্য করা, তাদের কাজ স্মুথ করা৷ কিন্তু আপনারাই যদি তাদের পথের কাঁটা হন, তাহলে তারা কাজ করবে কিভাবে!!
সব কথার শেষ কথা, ম্যাডাম যেই ভাষা ব্যবহার করেছেন আমি কোনভাবেই সেটার পক্ষে বলছি না৷ কিন্তু আপনারা চিকিৎসকদের সাথে যেই ধরনের অসৌজন্যমূলক আচরণ করছেন আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই৷
দয়া করে, চিকিৎসক হয়রানি বন্ধ করুন৷
No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box.