Golpo Kotha Live

Apr 19, 2021

কারো অনুভূতি বুঝতে চেষ্টা করি নাই I did not try to understand anyone's feelings

কারো অনুভূতি বুঝতে চেষ্টা করি নাই I did not try to understand anyone's feelings


কারো অনুভূতি বুঝতে চেষ্টা করি নাই I did not try to understand anyone's feelings

আমি কোনো দিন কারো বিপদে পাশে দাঁড়া্ইনি,
আমি কি আশা করতে পারি আমার বিপদে কেও এসে আমার পাশে দাঁড়াবে ???


আমি কোনো দিন কারো দুঃখের গল্প শুনি নাই শুধু মজা নিয়েছি,
আমি কি আশা করতে পারি আমার দুঃখের কথা কেও শুনবে ???


আমি কোনো দিন কোনো অনাহারীর মুখে খাবার তুলে দেই নাই,
কারো অনুভূতি বুঝতে চেষ্টা করি নাই,
আমি কি আশা করতে পারি আমার অনুভূতি কেও বুঝুক কেও আমাকে ক্ষুধার্তের সময় খাবার দিক ???


আচ্ছা কখনো কি তোমার বাবা মার জীবনের গল্প শুনেছো কেমন ছিল তাদের শৈশব কেমন ছিল তাদের বিবাহ আর এখন কেমন ???

এতো কাছের মানুষের গল্প যদি না শুনো তাহলে তোমার টা শুনবে কে এই আশা কিভাবে করা যায় ???


বন্ধু খুঁজলে কি পাওয়া যায় ? না বন্ধু হয়ে যায় !
পল্লী কবি জসিমউদদীন এর কবিতার একটা লাইন আছে বলি-
সবার সুখে হাসব আমি কাঁদব সবার দুঃখে
নিজের খাবার বিলিয়ে দেব অনাহারীর মুখে।
আমার বাড়ি বাজবে বাঁশি সবার বাড়ির সুর -
আমার বাড়ি তোমার বাড়ি রইবে নাকো দূর।


তারপরও বন্ধু খুজে পাও না ???
একা থাকতে হয় !


একটা কোম্পানি এম.ডি যদি তার কোম্পানির সিকিউরিটি গার্ড কে মাঝে মাঝে জিজ্ঞেস করে কি রে তোর বাসার সবাই কেমন আছে তোর কি খবর আমি সিউর এই ঘটনা ওই গার্ড ১০০ জন কে বলবে আমাদের স্যার এতো ভালো মানুষ ।


মানুষের পাশে না দাঁড়ালে মানুষ তোমার পাশেও দাঁড়াবে না ।
কারণ দুনিয়া যে মানুষ দিয়েই চলে .....।


কারো কষ্টের ভাগিদার হও তোমার কষ্টের কেও না কেও ভাগিদার হবেই ।
মরার আগে বলতে হবে না ভালো একটা বন্ধু পেলাম না কেও পাশে নাই
আমি একা …………............


No comments:

Post a Comment

Please do not any spam in the comments Box.

Please Subscribe For My YouTube

গল্প কথা


আজকের শিশু আগামি দিনের ভবিস্যৎ.........









Contact Us

Name

Email *

Message *