তুমি আমার রাজকন্যা You are my princess
সূর্য্যছটার মতো তোমার উষ্ণতা,,, উচ্ছলতা তারার মতো,,, কুয়াশা ভেজা শীতের হীমেল হাওয়ার মতো শান্ত তুমি,,,।
মধুর চেয়েও মিষ্টি । তুমি আমার হাঁসি-আনন্দের উৎস ।
তুমি আমার রাজকন্যা,,, আমার ঘুমপাড়ানোর সোনার কাঠি ।
পৃথিবীর এমন কোনো শব্দ নেই,,,
যা দিয়ে বোঝাতে পারি কতটা তোমায় ভালোবাসি।
বিধাতার শ্রেষ্ঠ উপহার তুমি। তুমি কালজয়ী। মায়ের মেয়ে তুমি,,,
কতটা বেড়ে উঠলে তুমি সেটা কোনো বিয়য় না;
আমার কাছে সবসময় তুমি সেই ছোট্টটি তুমি ।
হুমায়রা বিনতে রানার সাজগোজ---
মামনি ব্যস্ত আছেন । এই তো সুযোগ ! চটপট আয়নার সামনে দাঁড়িয়ে মুখভর্তি একগাদা লিপস্টিক মেখে নিল হুমায়রা বিনতে রানা । ঠোঁটের বাইরে ছড়িয়ে গেল রং।
সাদা জামাটা দিয়ে মুছে নিল তা ।
এই রে,,, সেরেছে ! মামনি তো চোখ বড় করে পেছনেই দাঁড়িয়ে !!!
প্রায় সব মায়ের আর ছোট্ট মেয়েদের জন্য এটা যেন হররোজের ঘটনা ।
No comments:
Post a Comment
Please do not any spam in the comments Box.