Golpo Kotha Live

Apr 22, 2021

তুমি আমার রাজকন্যা You are my princess

তুমি আমার রাজকন্যা You are my princess


তুমি আমার রাজকন্যা You are my princess

সূর্য্যছটার মতো তোমার উষ্ণতা,,, উচ্ছলতা তারার মতো,,, কুয়াশা ভেজা শীতের হীমেল হাওয়ার মতো শান্ত তুমি,,,।
মধুর চেয়েও মিষ্টি । তুমি আমার হাঁসি-আনন্দের উৎস ।
তুমি আমার রাজকন্যা You are my princess


তুমি আমার রাজকন্যা,,, আমার ঘুমপাড়ানোর সোনার কাঠি ।
পৃথিবীর এমন কোনো শব্দ নেই,,,
তুমি আমার রাজকন্যা You are my princess


যা দিয়ে বোঝাতে পারি কতটা তোমায় ভালোবাসি।
বিধাতার শ্রেষ্ঠ উপহার তুমি। তুমি কালজয়ী। মায়ের মেয়ে তুমি,,,
তুমি আমার রাজকন্যা You are my princess


কতটা বেড়ে উঠলে তুমি সেটা কোনো বিয়য় না;
আমার কাছে সবসময় তুমি সেই ছোট্টটি তুমি ।
তুমি আমার রাজকন্যা You are my princess


হুমায়রা বিনতে রানার সাজগোজ---
মামনি ব্যস্ত আছেন । এই তো সুযোগ ! চটপট আয়নার সামনে দাঁড়িয়ে মুখভর্তি একগাদা লিপস্টিক মেখে নিল হুমায়রা বিনতে রানা । ঠোঁটের বাইরে ছড়িয়ে গেল রং।
তুমি আমার রাজকন্যা You are my princess


সাদা জামাটা দিয়ে মুছে নিল তা ।
এই রে,,, সেরেছে ! মামনি তো চোখ বড় করে পেছনেই দাঁড়িয়ে !!!
প্রায় সব মায়ের আর ছোট্ট মেয়েদের জন্য এটা যেন হররোজের ঘটনা ।


No comments:

Post a Comment

Please do not any spam in the comments Box.

Please Subscribe For My YouTube

গল্প কথা


আজকের শিশু আগামি দিনের ভবিস্যৎ.........









Contact Us

Name

Email *

Message *